![]() |
BD Health Tips |
কাঁচা
মরিচে আছে ঝাল।
ক্যাপসিকাম অ্যানাম জাতের একটি সবজি
হলো এই কাঁচা মরিচ। আমাদের
এই উপমহাদেশের বাইরে মেক্সিকো and
দক্ষিণ আমেরিকায় এর সবচেয়ে বেশি
কদর। খাবারে
স্বাদ and ঝাঁজ আনতে
কাঁচা মরিচের তুলনা নেই।
But পুষ্টিবিদেরা
বলছেন, কাঁচা মরিচ হলো
ভিটামিন A and ভিটামিন
C-এর এক দারুণ
উৎস। মাত্র
আধকাপ কাটা কাঁচা মরিচে
আছে প্রায় 182 মিলিগ্রাম
ভিটামিন C, যা আমাদের
দৈনিক ভিটামিন C-এর চাহিদার
দ্বিগুণ পূরণ করতে পারবে। আর
ভিটামিন C আমাদের রোগ
প্রতিরোধে সাহায্য করে। আধা
কাপ পরিমাণ কাটা কাঁচা
মরিচ or এর পেস্টে
যে পরিমাণ ভিটামিন A
আছে, তা পুরুষদের দৈনিক
চাহিদার 29 শতাংশ and
নারীদের দৈনিক চাহিদার 38
শতাংশ পূরণ করতে পারবে। সমপরিমাণ
কাঁচা মরিচে এ ছাড়া
আছে আড়াই শ মিলিগ্রামের
মতো পটাশিয়াম, আর বেশ কিছু
পরিমাণ লৌহ।
বিজ্ঞানীরা
বলছেন, এই কাঁচা মরিচের
একটা গুরুত্বপূর্ণ উপাদান হলো ক্যাপসেইসিন,
যা দেহের বিশেষ নিউরোপেপটাইডকে
অবদমন করার ক্ষমতা রাখে
and এভাবে ব্যথা কমাতে
পারে। চিকিৎসাবিজ্ঞানে
ক্যাপসেইসিন ক্রিম স্নায়ুর ব্যথা,
অস্টিandআর্থ্রাইটিস and সোরিয়াসিসে ব্যবহূত
হয়। তাই
কাঁচা মরিচে কেবল ঝালই
নয়, আছে অনেক উপকারও।
কাঁচা মরিচের উপকারিতা
4/
5
Oleh
Balaram
1 comments:
Tulis commentsfine
Reply