Friday, May 6, 2016

অনিদ্রা দূর করার 17টি কার্যকর উপায় যেনে নিন

BD Health Tips
BD Health Tips

অনিদ্রা আমাদের অনেকেরই হয় হয়তো প্রথম দিকে সারারাত প্রিয়জনের সাথে ফোনে কথা বলা, রাত জেগে পড়াশোনা করা, গেমস খেলা or প্রয়োজনীয় অন্য কোন কাজে একটা বিশাল সময় জুড়ে রাতে ঘুমানো হতো না তার বদলে সকালে বেশ বেলা করে ঘুমানো But একটা সময় আবিস্কার করলেন যে আপনি চাইলেও আর রাতে ঘুমাতে পারছেন না!
ফলে চোখের নিচে কালি, দিনভর ক্লান্তি আর বাধ্য হতে রাত জেগে থাকা আপনার রাত জাগার অভ্যাসটি but এভাবেই পরিণত হতে পারে একটি রোগে যার নাম ইনসমনিয়া তবে একটু চেষ্টা করলে আপনি মুক্তি পেতে পারেন থেকে

আপনাদের জন্য রইলো কিছু কাজের টিপসঃ

1. ঘুমানোর আগে ব্যায়ামঃ
ঘুমাতে যাবার আগে হাল্কা দুই একটি ব্যায়াম করতে পারেন এটা আপনার শরীরকে ক্লান্ত করবে And পরিশ্রমের ফলে আপনার শরীরে প্রয়োজন হবে বিশ্রামের তাই ঘুমানোটা সহজ হবে
2. গরম দুধঃ
রাতে ঘুমাবার আগে এক গ্লাস গরম দুধ খেয়ে নিন এটি আপনার শরীরকে রিলাক্স করবে and ঘুমাতে সহায়তা করবে
3. দুশ্চিন্তা নয়ঃ
ঘুমাবার time রাজ্যের দুশ্চিন্তা নিয়ে ঘুমাতে যাবেন না ব্যাপারটা সহজ নয় তবু নিজেকে বলুন যে আপনি আগামীকাল ঘুম থেকে উঠে বিষয়গুলো নিয়ে ভাববেন ঘুমাবার সময় ভালো কিছু, ইতিবাচক কিছু নিয়ে চিন্তা ভাবনা করুন নয়তো আপনার মস্তিস্ক উত্তেজিত থাকবে বলে আপনি ঘুমোতে পারবেন না

4. উষ্ণ পানিতে গোসলঃ
খুব ভালো হয় ঘুমাতে যাবার befor উষ্ণ পানিতে গোসল করে নিতে পারলে গোসলের পানিতে দিতে পারেন খানিকটা লেবুর রস অথবা গোলাপজল অনেক স্নিগ্ধ লাগবে
5. ভোরে ঘুম থেকে ওঠাঃ
যারা ইনসমনিয়ায় ভোগেন, তারা সাধারনত সারা রাত ঘুমাতে পারেন না বলে সকালে অনেক দেরী করে ওঠেন কখনো উঠতে উঠতে দুপুরও হয়ে যায় তাই চেষ্টা করুন সকাল সকাল ওঠার and উঠে আর না ঘুমাবার সকালে উঠেই বাসা থেকে বেরিয়ে হাঁটতে যেতে পারেন ঘুম কেটে যাবে কয়েকটা দিন কষ্ট হবে, কিন্তু আস্তে আস্তে মানিয়ে নিবে শরীর
6. ধীরলয়ের সঙ্গীতঃ
ঘুমাবার আগে ধীরলয়ের গান শুনুন এটা আপনার মনে প্রশান্তি আনবে আর ঘুমোতে help করবে
7. ভালো কিছু ভাবুনঃ
ইতিবাচক কিছু ভাবুন ভাবুন কোনো স্বপ্ন নিয়ে, ভাবুন প্রিয় মানুষ বা বন্ধুটিকে নিয়ে গঠনমূলক আর ইতিবাচক ভাবনা আপনাকে ভালোভাবে আরামে ঘুমাতে helpকরবে
8. ঘুমানোর নির্ধারিত সময়ঃ
একটা রুটিন মেনে চলুন প্রতিদিন নির্দিষ্ট সময়ে নিয়ম করে ঘুমাতে যান, নিয়ম করে উঠুন কিছুদিন এটা করলে দেখবেন, আপনার শরীর এই new অভ্যাসের সাথে মানিয়ে নিয়েছে
9. চা-কফি নয়ঃ
দুটো কিছুদিন off রাখুন ক্যাফেইন আপনার ঘুমকে কমিয়ে দেবার জন্যে দায়ী এর বদলে পান করুন প্রচুর ফলের রস
10. আরামদায়ক বিছানাঃ
খেয়াল রাখুন আপনার বিছানাটা যাতে বেশী শক্ত, অতি নরম or উঁচু নিচু না হয় বিছানা আরামদায়ক হলে ঘুম আসবে এমনিতেই
11. বিছানা শুধু ঘুমাবার জন্যেইঃ
চেষ্টা করুন বিছানা কেবল ঘুমাবার কাজেই ব্যবহার করার পড়াশোনা, অফিসের কাজ, নেট ব্রাউজিং or আড্ডাবাজি করুন টেবিলে or মেঝেতে ঘুমাবার আগে যখন দেখবেন টান টান বিছানা, পরিস্কার চাদর, এটা আপনাকে ঘুমাতে উৎসাহ জোগাবে
12. ঘরের ভালো আবহাওয়াঃ
ঘরের আবহাওয়ার দিকে খেয়াল রাখুন যাতে পর্যাপ্ত আলো বাতাস খেলে জানালার দিকে মুখ করে ঘুমান যাতে সকালে sun এর আলোয় ঘুম ভেঙ্গে যায়

13. ম্যাসাজ-স্পাঃ
কিছু দিন বডি ম্যাসাজ or স্পা নিতে পারেন এটা আপনাকে রিলাক্স করবে, স্ট্রেস কমাবে
14. ঘড়ির শব্দ নয়ঃ
দেয়াল or টেবিল ঘড়ির কাঁটা যদি খুব শব্দ করে তবে কিছুদিনের জন্যে রাতে সেটা বন্ধ করে রাখুন ভালো ঘুম হবে
15. অল্প সময়ের ঘুম নয়ঃ
ক্লাস, অফিস or বাইরে থেকে ফিরে দুপুরে, বিকেলে বা সন্ধ্যায় ন্যাপ নেয়া বা অল্প সময়ের ঘুম এর অভ্যাস থাকলে তা দয়া করে বাদ দিন এটা অনিদ্রা রোগের জন্য ভয়ানক ভাবে দায়ী
16. ঘুমাবার আগে টিভি-ফোন নয়ঃ
ঘুমাবার আগে টিভি, মুভি, ফোনে কথা বলা or অন্য এমন কিছু করতে যাবেন না যা শেষ না হওয়া পর্যন্ত আপনি ঘুমাতে আগ্রহ পাবেন না
17.  ঘুমাবার আগে হাঁটুনঃ
রাতে ঘুমাবার আগে কিছুক্ষণ হেঁটে আসতে পারেন এতে ঘুম fine হবে

উপরের টিপসগুলো অনুসরন করে সহজেই আপনি মুক্তি পেতে পারেন ইনসমনিয়ার কবল থেকে তাতেও যদি কাজ না হয় তাহলে দেরী না করে ডাক্তারের পরামর্শ নিন ঠিকমত ঘুমান and happy থাকুন!

Related Posts

অনিদ্রা দূর করার 17টি কার্যকর উপায় যেনে নিন
4/ 5
Oleh

Subscribe via email

Like the post above? Please subscribe to the latest posts directly via email.