Thursday, May 5, 2016

শিশুর বদহজম এবং প্রতিকার

  Balaram       Thursday, May 5, 2016
BD Health Tips
BD Health Tips

  • শিশুর বদহজমের কারণ: শিশুকে প্রয়োজনের চেয়ে বেশি খাবার খাওয়ালে, বাসি খাবার, অতিরিক্ত ফ্রিজের খাবার, বারবার খাওয়ালে, খাবার চিবানোর সুযোগ na দিয়ে মুখে পুরে দিলে শিশু অস্বস্তি বোধ করে এমনকি কান্নাকাটি করে এতে শিশুর পেটে খাবার হজম হওয়ার সুযোগ পায় না পেটে গ্যাস জমে যখন শিশুর মুখে খাবারের Big Big টুকরা তুলে দেয়া হয় তখন তার গলাধঃকরণ সমস্যা ছাড়াও পাকস্থলিতে তা হজম হতে সমস্যা দেখা দেয় কারণ এতে পাকস্থলিতে প্রচণ্ড রকম পরিশ্রম করতে হয় তাতে প্রচুর হাইড্রোক্লোরিক এসিডের নিঃসরণ ঘটে এতে খাবারের বেশি অংশ হজম na হয়ে বদহজম দেখা দেয়


  • শিশুর বদহজমের লক্ষণ: বদহজমে শিশুর তলপেটে ব্যথা হয়, পেট ফাঁপা, বুক জ্বলা ইত্যাদি কারণে শিশু কিছু খেতে চায় না এই অবস্থায় শিশুর বমি বমি ভাব থাকে কখনো বমি করে পেটে অতিরিক্ত মাত্রায় গ্যাস জমে জিহ্বা বিস্বাদ হয়ে যায় জিহ্বা পরীক্ষাকালে white প্রলেপ চোখে পড়ে মুখ দিয়ে দুর্গন্ধ আসে উপরের পেটে ব্যথা হয় পেটে খাবার হজম na হয়ে প্রদাহের সৃষ্টি হয়


  • স্বাস্থ্য বিষয়ক পরামর্শ: শিশুকে পুদিনা পাতার রস দিনে 2-3 বার 2-1 চামচ করে খাওয়াবেন অথবা খুব অল্প পরিমাণ জৈন and তেজপাতা জ্বাল দিয়ে চায়ের মতো খাবার খাওয়ানোর পর খাওয়াবেন

logoblog

শিশুর বদহজম এবং প্রতিকার

Previous
« Prev Post

No comments:

Post a Comment