Thursday, May 5, 2016

রক্তস্বল্পতা দূর করতে যে খাবার গুলি খাওয়া জরূরী


BD Health Tips
BD Health Tips

প্রায় অনেকেই বলে থাকেন যে শরীরে রক্ত কমে গেছে বা রক্ত নেই কিন্তু প্রকৃত পক্ষে রক্তের হিমোগ্লোবিন কমে যাওয়াকেই রক্তস্বল্পতা বা রক্তশূন্যতা বলা হয়। বাংলাদেশে অনেক মানুষ রক্তস্বল্পতা রোগে ভোগে বিশেষ করে যারা পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত তাদের রক্তস্বল্পতার প্রবণতা বেশি হয় রক্তস্বল্পতা হলে শরীর নিস্তেজ হয়ে যায়, কর্মক্ষমতা লোপ পায় and রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়
অনেকেই রক্তশূন্যতা হলে না জেনে আয়রন ট্যাবলেট খেয়ে থাকেন But ডাক্তারের পরামর্শ ছাড়া আয়রন ট্যাবলেট খাওয়া উচিত নয় শুধু মাত্র পুষ্টিকর কিছু খাবার খেয়েই রক্ত শূন্যতা থেকে রক্ষা পাওয়া সম্ভব আসুন জেনে নিয় রক্তশূন্যতা দূর করে এমন খাবার গুলো সম্পর্কে :
Bangla Health Tips

দুধ
প্রতিদিন এক গ্লাস দুধ শরীরের জন্য প্রয়োজনীয় ভিটামিন and প্রোটিন যোগায় দুধে খুব বেশি পরিমাণে আয়রন না থাকলেও এতে প্রায় সব রকমের ভিটামিন বি আছে এছাড়াও দুধে আছে পটাশিয়াম ক্যালসিয়াম এই খাদ্য উপাদান গুলো রক্তের হিমোগ্লোবিন বাড়িয়ে রক্ত শূন্যতা দূর করতে সহায়তা করে তাই রক্ত শূন্যতা রোগীদের জন্য নিয়মিত অন্তত এক গ্লাস করে দুধ খাওয়া উপকারী
কলিজা
অনেকেই কলিজা খেতে পছন্দ করেন আবার এমনও অনেকে আছে যারা একেবারেই কলিজা খেতে পারেন না কিন্তু রক্তশূন্যতায় ভুগছেন যারা তাদের নিয়মিত খাবার তালিকায় কলিজা রাখা উচিত কলিজায় প্রচুর পরিমাণে আয়রন and ভিটামিন B এর শাখাগুলো আছে তাই রক্তশূন্যতার রোগীরা সম্ভব হলে প্রতিদিনের খাবার তালিকায় কলিজা রাখা উচিত

মধু
মধু আয়রনের একটি ভালো উৎস আয়রন ছাড়াও মধুতে কপার and ম্যাঙ্গানিজ আছে এই উপকরন গুলো শরীরে গিয়ে প্রচুর পরিমাণে হিমোগ্লোবিন প্রস্তুত করতে সহায়তা করে তাই রক্তশূন্যতা কমাতে মধু একটি শক্তিশালী হাতিয়ার
শাক সবজি
বিভিন্ন রকম সবজি যেমন কচু শাক, বিট, লেটুস, ব্রকোলি, কচুর লতি, কচু, পালং শাক, ধনিয়া পাতা and পুদিনা পাতা নিয়মিত বেশি করে খেলে রক্তশূন্যতা থেকে মুক্তি মেলা সম্ভব এই শাক সবজিগুলোতে আয়রনের পাশাপাশি ভিটামিন B12, ফলিক এসিড and অন্যান্য শক্তিবর্ধক খাদ্য উপাদান আছে যেগুলো রক্তের হিমোগ্লোবিন বৃদ্ধি করতে সহায়তা করে বিশেষ করে বিটের জুস রক্তশূন্যতায় অত্যন্ত উপকারী
ফল

প্রতিদিন আয়রন যুক্ত ফল যেমন আপেল, টমেটো ইত্যাদি খেয়ে রক্তশূন্যতা থেকে মুক্তি পাওয়া যায় আপনি যদি ফল খেতে পছন্দ না করে থাকেন তাহলে আপেল কিংবা টমেটোর জুস করে খান আরো যেসব ফল রক্তশূন্যতা দূর করে সেগুলো হলো কমলা, কলা, আঙ্গুর

Related Posts

রক্তস্বল্পতা দূর করতে যে খাবার গুলি খাওয়া জরূরী
4/ 5
Oleh

Subscribe via email

Like the post above? Please subscribe to the latest posts directly via email.

1 comments:

Tulis comments
avatar
November 21, 2017 at 9:14 AM

Thanks for your great articles and information, Its very Helpful for everyone.The contents are quiet interesting. I will be waiting for your next post.

Reply