BD Health Tips |
অনেকেরই
ইচ্ছে করে কিংবা নিজের
প্রিয় মানুষটির কারণে Dhumpaner বাজে
অভ্যাসটিকে ছাড়ার উদ্যোগ নিয়ে
থাকেন। কিন্তু
দেহের কিছু প্রতিক্রিয়া and
মনের জোর না থাকার
দরুন অনেকেই সিদ্ধান্ত নিয়ে
নিজেকে বিরত রাখতে পারেন
না ধূমপান থেকে।
মাঝে মাঝে এমন সময়
এসে উপস্থিত হয় যখন ধূমপান
না করা পর্যন্ত স্বস্তি
পান না অনেকে।
আর এভাবেই ছাড়ি ছাড়ি
করেই এই বদ অভ্যাসটি
ছাড়া হয় না।
আপনাদের এই মহৎ উদ্যোগকে
সফল করতে আমাদের আজকের
ফিচার। দেখে
নিন খুব সহজে মাত্র
5 মিনিটের অভ্যাস রপ্ত করে
কিভাবে এই বদঅভ্যাস থেকে
মুক্তি পেতে পারেন।
হাঁটাহাঁটি
করতে চলে যান:
যখনই Dhumpaner ইচ্ছে মাথাচাড়া দিয়ে
উঠবে তখন হাঁটতে চলে
যান বাইরে। 5-10
মিনিট হেঁটে আসুন।
হাঁটা শারীরিক পরিশ্রমের কাজ করে।
এবং শারীরিক পরিশ্রম অনেকাংশে Dhumpaner ইচ্ছে কমিয়ে দেয়।
মনোযোগ
অন্যদিকে সরিয়ে ফেলুন:
Dhumpaner
ইচ্ছা মনের ভেতর চাগিয়ে
উঠলে দ্রুত মনোযোগ অন্যদিকে
সরিয়ে নেয়ার চেষ্টা করুন। নিজের
পছন্দের কিছু করুন, বই
পড়া, ছবি আঁকা, গান
শোনা কিংবা একটু নেচে
নেয়া ইত্যাদি। চাইলে
একটু যোগ ব্যায়াম করে
নিতে পারেন। এতে
মনোযোগ সরে যাবে সেই
সাথে Dhumpaner ইচ্ছেটাও।
পানি পান করুন:
যখনই Dhumpaner ইচ্ছে জাগবে তখনই
২ গ্লাস পানি পান
করে ফেলবেন এক নিঃশ্বাসে। এতে
করে আপনার দেহে যে
ধরণের প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল ধূমপান
না করার কারণে তা
নষ্ট হবে। আপনার
Dhumpaner ইচ্ছেও চলে যাবে।
যে কারণে ধূমপান ত্যাগ
করতে চান সেই কারণটি
মনে করুন:
খুব বেশি মাত্রায় Dhumpaner
ইচ্ছে হলে মনে করুন
কি কারণে আপনি ধূমপান
ছাড়তে চাইছেন। কোনো
পছন্দের মানুষের কারণে বা নিজের
বাবা মায়ের কারণে অথবা
নিজের সুস্বাস্থ্যের কথা ভেবে।
যে কারনেই হোক সেটি
মনে করুন এতে মনের
জোর পাবেন।
চিনি সমৃদ্ধ কিছু খান:
যখন দেহের রক্তে চিনির
মাত্রা কমে যায় তখনই
Dhumpaner ইচ্ছেটা বেশ ভালো করে
চাগিয়ে উঠে। তাই
Dhumpaner ইচ্ছে হলেই চিনি
সমৃদ্ধ কিছু খেয়ে ফেলুন। এতে
Dhumpaner ইচ্ছে মরে যাবে।
বন্ধুর
সাথে কথা বলুন:
যখনই ইচ্ছে হবে একটু
ধূমপান করার তখনই সাত
পাঁচ না ভেবে বন্ধুকে
ফোন দিন। কথা
বলুন বন্ধুর সাথে।
5 মিনিট কথা বলুন। দেখবেন
বন্ধুর সাথে কথা বলার
চলে ভুলেই গিয়েছেন ধূমপান
করার কথা। এবং
5 মিন্ত পরে আবিষ্কার
করবেন Dhumpaner যে ইচ্ছেটা জেগে
উঠেছিল তা মনে গিয়েছে।
ধূমপান ছাড়তে চান চিরকালের জন্য? চর্চা করুন 5টি সহজ অভ্যাস
4/
5
Oleh
Balaram