Thursday, May 5, 2016

ব্রণ সমস্যা দূর করতে 5টি কার্যকরী উপায়

BD Health Tips
BD Health Tips

ব্রন এর সাথে আমাদের কমবেশি প্রায় সবারই পরিচয় আছে ব্রন এমন একটি জিনিস তা ত্বকের সৌন্দর্য নষ্ট করে দেয় প্রচুর নারী and পুরুষ এই ব্রন সমস্যায় ভুগে থাকে বছরের পর বছর বিভিন্ন ধরণের চিকিৎসা নিয়েও কোন উপকার পাওয়া যায় না ব্রন এমন একটি জিনিস যা কখনোই এক বারে দূর করা যায় না বয়সের সাথে সাথে ব্রনের ধরণের পরিবর্তন আসে ব্রন এর problem থেকে রেহাই পেতে হলে আপনাকে ধৈর্য ধরতে হবে আপনি চাইলে ঘরোয়া পদ্ধতিতে ব্রনের প্রতিকার করতে পারেন তবে পুরোপুরি প্রতিকার পেতে অনেক সময়ের প্রয়োজন চলুন জেনে  আসি প্রাকৃতিক উপায়ে ত্বকের ব্রন প্রতিকার করার উপায় গুলো
মধু and লেবু
মধু and লেবুর গুনাগুন সম্পর্কে আমারা কমবেশি সবারই জানি। ত্বকে ব্রনের problem হলে, এক চামচ মধু নিয়ে তাতে লেবুর রস মিশিয়ে ত্বকে লাগিয়ে 20 মিনিট পরে ধুয়ে ফেলুন এইভাবে প্রতিদিন প্যাকটি Use করুন গরম পানির ভাপ গরম পানির ভাপ নিলে তা আপনার ত্বকের জন্য খুব ভালো হবে একটি পাত্রে গরম পানি ফুটিয়ে ত্বকে ভাপ নিন সপ্তাহে 3 দিন এই ভাবে ব্যবহার করবেন
বরফ
ত্বকে বরফ ঘষলে অনেক উপকারিতা পাওয়া যায় and এটি ত্বকের ব্রন সারিয়ে তুলতে জাদুর মত কাজ করে বরফ ব্রনের ফোলা and লাল ভাব কমিয়ে দেয় and ব্যাকটেরিয়া ধ্বংস করে মুলতানি মাটি and চন্দন গুড়া মুলতানি মাটি চন্দন গুড়া গোলাপ জলের সাথে মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন পুরোপুরি শুকিয়ে গেলে হালকা পানি দিয়ে ভিজিয়ে ত্বক ম্যাসেজ করুন তারপর ধুয়ে ফেলুন
টমেটো

টমেটো তে আছে ভিটামিন C, K and A যা ত্বকের ব্রনের সমস্যা দূর করতে খুব help করে টমেটো স্লাইস করে ত্বকে ধীরে ধীরে ঘষুন কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন টমেটো তে আছে অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের জন্য খুব উপযোগী

Related Posts

ব্রণ সমস্যা দূর করতে 5টি কার্যকরী উপায়
4/ 5
Oleh

Subscribe via email

Like the post above? Please subscribe to the latest posts directly via email.