Thursday, May 5, 2016

প্রতিদিন 1 টি গাজর সমাধান করবে 6 টি মারাত্মক শারীরিক সমস্যা-জেনে নিন ।

health24
BD Health Tips

শীতকালীন শাক সবজির মধ্যে অন্যতম সবজি গাজর গাজর ভিটামিন O মিনারেল যেমন, থায়ামিন, নিয়াসিন, ভিটামিন B6, ফলেইট and ম্যাংগানিজে ভরপুর একটি সবজি যা স্বাস্থ্যের জন্য অনেক বেশি জরুরী এছাড়াও গাজরে আছে ফাইবার, ভিটামিন A, ভিটামিন C, ভিটামিন K and পটাশিয়াম অর্থাৎ আমাদের দেহকে সুস্থ সবল রাখতে যে সব ভিটামিন and মিনারেলস দরকার তার সবই রয়েছে এই গাজরে গাজরকে সেকারণে বলা হয় সুপারফুড শুধু তাই নয় গাজরের রয়েছে 6 টি মারাত্মক শারীরিক সমস্যা সমাধানের দারুণ ক্ষমতা
BD Health Tips
BD Health Tips
  1. লিভার সুস্থ রাখে গাজর একটি টক্সিন মুক্তকারি খাবার হিসেবে পরিচিত এইধরনের খাদ্য লিভার সুস্থ রাখতে বিশেষভাবে সহায়তা করে গাজর লিভারকে পরিস্কার করে লিভারজনিত সকল ধরনের রোগের বিরুদ্ধে কাজ করে গাজর লিভারে জমে থাকা মেদ দূর করে লিভারজনিত নানা problem দূরে রাখে
  2. কার্ডিওভ্যস্কুলার রোগ প্রতিরোধ করে গবেষণায় দেখা যায়, যারা কোলেস্টোরলের সমস্যায় ভোগেন তারা যদি প্রতিদিন 1টি করে গাজর খাদ্য তালিকায় রাখতে পারেন তবে কোলেস্টোরলজনিত বেশীরভাগ রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব কারণ গাজরে রয়েছে আলফা ক্যারোটিন, বিটা ক্যারোটিন and লুটেইন অ্যান্টি অক্সিডেন্ট যা কোলেস্টোরলের বিরুদ্ধে কাজ করে and হৃৎপিণ্ডকে সুস্থ রাখে এছাড়াও গাজরে বিদ্যমান ফাইবার দেহের খারাপ কোলেস্টোরল শুষে নেয় এতে দেহে কোলেস্টোরলের মাত্রা ঠিক থাকে and হৃৎপিণ্ডকে কোলেস্টোরলজনিত প্রায় সকল ধরনের রোগ থেকে বাঁচায়
  3. চোখের সুরক্ষায় কাজ করে গাজরে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন A ভিটামিন A চোখের সুরক্ষায় কাজ করে এছাড়াও গাজরের বিটা ক্যারোটিন লিভারে ভিটামিন A তে পরিনত হয় যা সরাসরি রেটিনায় পৌছায় যা রেটিনা থেকে রডোস্পিনে পৌঁছে যায় রডোস্পিন একটি হালকা বেগুনি রঙের পিগম্যান্ট যা রাতেরবেলায় আমাদের দৃষ্টিশক্তি বাড়াতে সহায়তা করে সুতরাং গাজর রাতকানা রোগ থেকে আমাদের মুক্ত রাখে
  4. ক্যান্সার প্রতিরোধ করে গবেষণায় দেখা যায় গাজরের মধ্যে রয়েছে ফুসফুস, স্তন And কোলন ক্যান্সার প্রতিরোধ করার ক্ষমতা ফ্যালক্যারিওনল and ফ্যালক্যারিনডিওল দুটি ক্যান্সার প্রতিরোধী যৌগ যা দেহে ক্যান্সার কোষ বৃদ্ধিতে বাধা প্রদান করে গাজরে এই দুটি যৌগ প্রাকৃতিকভাবেই রয়েছে প্রতিদিন গাজর খাওয়ার অভ্যাস দেহকে ভেতর থেকে ক্যান্সার প্রতিরোধী করে গড়ে তোলে এছাড়া গাজর চামড়ার ক্যান্সারও প্রতিরোধ করে গবেষকদের মতে যারা নিয়মিত গাজর খান তাদের প্রায় 70% মানুষ চামড়ার ক্যান্সারে আক্রান্ত হওয়ার হাত থেকে বেঁচে যান
  5. বয়সের ছাপ দূর করে গাজরে বিদ্যমান বিটা ক্যারোটিন ত্বকের ক্ষতিপূরণ করে এবং ত্বকের টিস্যু নষ্ট হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে বিটা ক্যারোটিন খুব ভালো একটি অ্যান্টিএইজিং উপাদান যা ত্বকের বয়সজনিত দাগ রিঙ্কেল দূর করে গাজর খেলে ত্বকে বয়েসের ছাপ ধীরগতিতে আসে গবেষকদের মতে সপ্তাহে 6টি গাজর ত্বক থেকে বয়সের ছাপ দূর করতে বিশেষভাবে কার্যকরী
  6. দাঁতের সুরক্ষা করে চোখের পাশাপাশি দাঁতের স্বাস্থ্য রক্ষায় গাজরের গুরুত্ব অনেক বেশি গাজর খেলে দাঁত পরিস্কার হয় দাঁতে জমে থাকা প্লাক দূর হয় ডাক্তাররা বলেন গাজর খাওয়ার সময় আমাদের মুখে স্যালাইভার নিঃসরণ ঘটে যা মুখের ভেতর অ্যাসিডের ভারসাম্য বজায় রাখে এতে করে দাঁত ক্ষয়ের জন্য দায়ী ব্যাকটেরিয়া ধ্বংস হয়ে যায় প্রতিদিন একটি করে গাজর খাওয়ার অভ্যাস দাঁতের মাড়ি and দাঁতের সুরক্ষায় কাজ করে

Related Posts

প্রতিদিন 1 টি গাজর সমাধান করবে 6 টি মারাত্মক শারীরিক সমস্যা-জেনে নিন ।
4/ 5
Oleh

Subscribe via email

Like the post above? Please subscribe to the latest posts directly via email.

1 comments:

Tulis comments