Thursday, May 5, 2016

পেঁয়াজের রস ব্যবহার করে যেভাবে চুল পড়া বন্ধ করবেন ।

BD Health Tips
BD Health Tips


চুলের যত্নে দারুণ একটি ঘরোয়া উপাদান হল পেঁয়াজ চুল পড়া রোধে পেঁয়াজের রস খুবই উপকারী রূপচর্চা বিষয়ক একটি ওয়েবসাইটে চুল পড়া বন্ধ করা এবং ক্ষতির হাত থেকে রক্ষা করতে পেঁয়াজের রসের উপকারিতা and ব্যবহারের উপায় সম্পর্কে জানানো হয় চুলের যত্নে ব্যবহৃত অনেক টনিকেই পেঁয়াজের রস ব্যবহৃত হয়ে থাকে এটি ক্লিনিকালই পরীক্ষিত যে চুল ক্ষতির হাত থেকে রক্ষা করতে পেঁয়াজের রস দারুণ কার্যকর পেঁয়াজের রস মাথায় নতুন চুল গজাতেও সাহায্য করে মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায় and জীবাণুমুক্ত রাখতে সাহায্য করে

ব্যবহার পদ্ধতি
1টি বড় পেঁয়াজ ভালো করে পিষে ছাকনি দিয়ে ছেকে রস বের করে নিতে হবে তারপর এই রস পুরো মাথার ত্বক and চুলে লাগিয়ে একঘণ্টা অপেক্ষা করতে হবে পেঁয়াজের গন্ধ বেশ তীব্র, যদি সহ্য না হয় তবে পেঁয়াজের রসের সঙ্গে গোলাপ জল মেশানো যেতে পারে একঘণ্টা পর মাথা শ্যাম্পুদিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে চুল পড়ার পরিমাণের উপর নির্ভরকরে প্যাকটি সপ্তাহে two বার ব্যবহার করা যাবে

Related Posts

পেঁয়াজের রস ব্যবহার করে যেভাবে চুল পড়া বন্ধ করবেন ।
4/ 5
Oleh

Subscribe via email

Like the post above? Please subscribe to the latest posts directly via email.