BD Health Tips |
অতিরিক্ত
পরিমানে চুল পড়ে গেলে
মাথায় টাক হয় সেটা আমরা জানি।
সবার ধারনা এটি খুবই
সাধারণ ব্যপার। ছেলেদের
টাক পড়তেই পারে।
বংশগত ভাবে or মানসিক
চাপে, দুশ্চিন্তা কিংবা যত্ন না
নেয়ার ফলে মাথায় টাক
পড়ে বলেই সবার ধারণা। But
এই টাক পড়া হতে
পারে হার্টের রোগের লক্ষণ! সাধারণ
মানুষের তুলনায় মাথায় টাক
পড়া মানুষের সবচাইতে বেশি হার্টের রোগে
ভোগার সম্ভাবনা অনেক বেশি।
25 বছর বয়সের পর
থেকে যে কেউ এই
সমস্যায় পড়তে পারেন।
মাথার চুল অরিতিক্ত পরিমানে
পড়ার কারন হতে পারে
‘করনারি আরটারি ডিজিজ’।
সম্প্রতি ব্রিটিশ মেডিক্যাল জার্নালে প্রকাশিত একটি রিসার্চে গবেষকরা
প্রায় 37000 পুরুষের ওপর
একটি গবেষণা চালিয়ে এই
তথ্য প্রকাশ করেন।
তারা বলেন, ‘সাধারণত নানা
কারনে চুল পড়তে দেখা
গেলেও হার্টের ফাংশনে সমস্যা জনিত
কারনেও মাথার চুল পড়ে
থাকে। এটি
হার্টের মারাত্মক রোগের লক্ষণ হিসেবে
দেখা দিতে পারে’।
সুতরাং অতিরিক্ত পরিমানে চুল পড়াকে অবহেলা
করবেন না। Doctor
এর কাছে যেয়ে এর কারন
সম্পর্কে নিশ্চিত হোন।
মাথায় টাক পড়া হতে পারে হার্টের রোগের লক্ষণ
4/
5
Oleh
Balaram