![]() |
BD Health Tips |
গর্ভধারণের লক্ষণসমূহ :
যাদের
নিয়মিত মাসিক hoy তাদের ক্ষেত্রে গর্ভধারনের
সর্বপ্রথম চিহ্ন মাসিক off হওয়া। মাঝে
মধ্যে গর্ভবতী হলেও মাসিকের time সামান্য
রক্তক্ষরণ হতে পারে।
Ø
অন্যান্য লক্ষণ
1.
অসুস্থ
বোধ করা: আপনি হঠাৎ
অসুস্থ বোধ করতে পারেন
or বমি বমি ভাব হতে
পারে। যদিও
একে মর্নিং সিকনেস বলা
হয়, তারপরও দিনের je কোনও
time এরকম হতে পারে।
যদি এর কারণে একেবারেই
কিছু খেতে না পারেন
তবে ডাক্তারের পরামর্শ নিন।
2.
Stoner পরিবর্তন: গর্ভধারণ
নিশ্চিত হওয়ার পর Stoner আকারে
পরিবর্তন আসা শুরু হয়। At first স্তনের বোঁটায়
পরিবর্তন আস| বোঁটা চেপে
ধরলে একধরনের রস নি:সৃত
হতে দেখা যায়| এটাও
এক ধরনের সংকেত গর্ভধারণের।
ক্রমেই stoner আকার বড় হতে পারে and ব্যাথা হতে পারে, সুঁড়সুঁড়িও অনুভূত হতে পারে। রক্তনালী (রগ) গুলি আরো বেশি করে দেখা যেতে পারে and ston বোঁটা আরো শক্ত and কালচে মনে হতে পারে।
ক্রমেই stoner আকার বড় হতে পারে and ব্যাথা হতে পারে, সুঁড়সুঁড়িও অনুভূত হতে পারে। রক্তনালী (রগ) গুলি আরো বেশি করে দেখা যেতে পারে and ston বোঁটা আরো শক্ত and কালচে মনে হতে পারে।
v
বেশি
বেশি প্রস্রাবের বেগ। রাতে
প্রস্রাবের জন্য ঘুম ভেঙ্গে
jete pare.
v
কোষ্ঠকাঠিন্য
।
v
যোনিপথে
কোনপ্রকার জ্বালাপোড়া ছাড়াই বেশি বেশি
ক্ষরন hote pare.
v
অতিরিক্ত
ক্লান্তিভাব।
v
মুখে
তামাটে স্বাদ laga.
v
আগে
god লাগত এমন খাবার বিস্বাদ
লাগা (যেমন-চা, কফি,
সিগারেট বা তেলযুক্ত খাবার)
আর নতুন নতুন খাবার
খেতে ইচ্ছে kora.
Ø
প্রেগন্যান্সি Test:
মাসিক
off হওয়ার দিন থেকেই প্রেগন্যান্সি
test করা যায়। test পজিটিভ
হলে আপনার গর্ভধারণের two সপ্তাহ
অতিবাহিত হয়েছে বুঝতে হবে। দিনের
যেকোনো সময়ে এই টেস্ট
করতে পারেন। First একটি
clean কন্টেইনারে (সাবান দিয়ে ধুয়ে
থাকলে দেখুন সাবান লেগে
আছে কিনা) প্রস্রাব সংগ্রহ
করুন। কাছের
ফার্মেসি থেকে কিনে আনা
strip দিয়ে এবার দেখে নিন
আপনি গর্ভবতী কিনা। এসব
স্ট্রিপের সুবিধা হল, এগুলো
বাসায় বসে গোপনীয়তা বজায়
রেখেই kora যায়। ব্যবহারের
পূর্বে অবশ্যই মোড়কের নির্দেশিকা
পড়ে neben. মেয়াদোত্তীর্ণ হলে or নির্দেশনা অনুসরণে
ভুল হলে টেস্ট a ভুল
দেখাতে পারে। test নেগেটিভ,
But আপনি নিজেকে সন্তানসম্ভবা বলে
মনে করছেন, এমন হলে
one সপ্তাহ অপেক্ষা করে দেখুন।
এরপরও মনে হলে ডাক্তারের
শরণাপন্ন hon। test স্ট্রিপ ছাড়াও
কাছাকাছি থাকা হাসপাতাল, প্রসূতি
ক্লিনিক or ডায়াগনস্টিক
সেন্টারে আপনার প্রস্রাব পরীক্ষা
kore গর্ভধারণ নিশ্চিত করতে পারেন।
Ø
যখন আপনি গর্ভবতী:
গর্ভবতী
হলে কেউ অনেক উৎফুল্ল
or কেউ আকস্মিকতায় হতবিহ্বল অনুভব করতে পারেন। অনেক
দিন চেষ্টা করে mother হতে
চলেছেন, তারপরও খুব বেশি
উৎফুল্ল বোধ করছেন না,
এমন হলে ঘাবড়ানোর kochu নেই। গর্ভবতী
অবস্থায় হরমোনের প্রভাবে মায়ের মনোভাবে তারতম্য
ঘটতে pare, হঠাৎই বেশি আবেগাপ্লুত
or উদ্বিগ্ন হতে পারেন।
a সম্পর্কে আপনি ডাক্তারের সঙ্গে
কথা বলতে পারেন।
পরিবারের সদস্য and বন্ধু-বান্ধব সবারই
এসময়ে গর্ভবতী মায়ের পাশে theke সাহস
যোগাতে হবে। আপনি
mother হতে প্রস্তুত না হলে তারাই
আপনার পাশে এসে দাঁড়াবে। আপনার
স্বামী or সঙ্গীও ভিন্নরকম অনুভব
করতে পারেন, তবে গর্ভবতী
মায়ের পরিবর্তনশীল মনোভাবের দিকে লক্ষ্য রেখে
তারা all কথা খুলে বলতে
পারেন না। দুজনেরই
এসময় মন খুলে একে
অপরের কাছে অনুভূতি ব্যক্ত
করা needed. গর্ভবতী মায়েদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ
যে কাজটি তা হলো
mother ও শিশু স্বাস্থ্য ক্লিনিকে
প্রসবপূর্ববর্তী সেবার জন্য নাম
অন্তর্ভুক্ত করা।
Ø
আপনি গর্ভবতী কাকে
জানাবেন?
আপনি গর্ভবতী — এই খবরটি আপনার
পরিবার and বন্ধুবান্ধবকে জানানো একটি আনন্দের
ব্যাপার। তবে
ইচ্ছা করলে খবরটা দেরি
করেও জানাতে পারেন| অনেক
mother তার প্রথম আল্ট্রাসাউন্ড স্ক্যানের
পর সবাইকে খুশির খবরটি
দিতে পছন্দ করেন।
গর্ভবতী হবার লক্ষণসমূহ
4/
5
Oleh
Balaram