Thursday, May 5, 2016

মাথায় নতুন চুল গজানোর সহজ উপায় জেনে নিন

চুল পড়ে যাওয়া বর্তমানে অনেকেরি অনেক বড় সমস্যা হয়েদাঁড়িয়েছে মাথার চুল পরিমাণে কমে গেলে অনেক সময় হতে হয় হেনস্থাও এই অবস্থায় যদি বলা হয় নতুন চুল গজানোর জন্যও আছে সহজ উপায়! ভাবতে অবিশ্বাস্য মনে হলেও বাস্তবে তা সম্ভবপ্রতি 3-4 সপ্তাহে অন্তত  দিন and রাতে ঘুমানোর আগে সহজ কিছু কাজ করতে হবে এর জন্য ব্যবহার করতে হবে অলিভ অয়েল and রসুন কারণ রসুনেই গজাবে চুল! রসুনে থাকা উচ্চমাত্রার সালফার, ভিটামিন C,সেলেনিয়াম and বিভিন্ন রকম খনিজ উপাদান নতুনচুল গজাতে কার্যকর ভূমিকা পালন করবে এছাড়া রসুনে থাকা কপার নতুন চুল গজায়, চুল কালো করে ওচুলকে ঘন করে রসুনের ব্যবহারে চুলে কোন সাইডইফেক্ট হওয়ার সম্ভাবনা থাকে না

BD Health Tips
BD Health Tips

নিম্নে এমনি সহজ তিনটি উপায় দেওয়া হলো :
  1. রসুনের নির্যাস মেশানো অলিভ অয়েল তৈরি করতে হবে এজন্য এক বোতল অলিভ অয়েলে কয়েক কোয়া রসুন ফেলে রাখতে হবে সপ্তাহ খানেক মোটামুটি 7 day পার হয়ে গেলেই তৈরি আপনার তেল মাথায় যখনই তেল দেবেন, এই তেলটি ব্যবহার করুন চুল পড়া রোধ করতে and মাথায় নতুন চুল গজাতে  এই তেলটি খুবই কার্যকর
  2. কয়েক কোয়া রসুন নিয়ে একটু থেঁতলে নিন এবার চুল কমে যাওয়া স্থানগুলোতে ঘষে ঘষে লাগান আপনি চাইলে রসুনের রস বা রসুনের পেস্ট and চুল কমে যাওয়া স্থানগুলোতে লাগাতে পারেন
  3. রসুন মাথায় লাগানোর এক ঘণ্টা পর অলিভ অয়েল দিয়ে মাথার ত্বক ম্যাসাজ করে নিতে হবে এরপর একটি শাওয়ার ক্যাপ মাথায় লাগিয়ে ঘুমাতে যান কমপক্ষে 8 hours চুলে এই মিশ্রণ রাখতে হবে এরপর সকালে ভালো করে শ্যাম্পু করে নিন এই উপায়গুলো নিয়মিত মেনে চললে মাথায় নতুন চুল গজাবে

Related Posts

মাথায় নতুন চুল গজানোর সহজ উপায় জেনে নিন
4/ 5
Oleh

Subscribe via email

Like the post above? Please subscribe to the latest posts directly via email.