Wednesday, May 4, 2016

শিশুদের উচ্চ রক্তচাপের ঝুঁকি

BD Health Tips
BD Health Tips

শিশুদের উচ্চ রক্তচাপের ঝুঁকি:
শৈশবে যারা ওজনাধিক্য বা স্থূলতায় ভুগে, সেই সব শিশু-কিশোরদের মধ্যে পূর্ণ বয়সে High blood pressure হওয়ার ঝুঁকি অন্যদের তুলনায় অনেক বেশি ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকের পর্যবেক্ষণ থেকে এই তথ্য বের হয়ে এসেছে সম্প্রতি আমেরিকান Heart Association উচ্চ রক্তচাপ-সংক্রান্ত গবেষণা সম্মেলনে এই নিবন্ধ পাঠ করা হয় এতে বলা হয়, শৈশবে ওজন সমস্যা পরবর্তী সময়ে High blood pressure এর জন্য একটি বড় ঝুঁকি একদল শিশু-কিশোরকে পূর্ণ বয়স পর্যন্ত পর্যবেক্ষণ করে দেখা গেছে, পরবর্তী সময়ে তাদের High blood pressure রোগীতে পরিণত হওয়ার হার স্থূল শিশুদের বেলায় 26 শতাংশ, ওজনাধিক্য শিশুদের বেলায় 14 শতাংশ স্বাভাবিক ওজনের শিশুদের বেলায় মাত্র 6 শতাংশ এই গবেষণার ফলাফলকে শিশু-কিশোরদের জীবনাচরণ পরিবর্তন ওজন নিয়ন্ত্রণের নতুন তাগিদ হিসেবে দেখছেন চিকিৎসকেরা

সূত্র: A.H.A

Related Posts

শিশুদের উচ্চ রক্তচাপের ঝুঁকি
4/ 5
Oleh

Subscribe via email

Like the post above? Please subscribe to the latest posts directly via email.