![]() |
BD Health Tips |
শিশুদের উচ্চ রক্তচাপের ঝুঁকি:
শৈশবে
যারা ওজনাধিক্য বা স্থূলতায় ভুগে,
সেই সব শিশু-কিশোরদের
মধ্যে পূর্ণ বয়সে High
blood pressure হওয়ার ঝুঁকি
অন্যদের তুলনায় অনেক বেশি।
ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকের পর্যবেক্ষণ
থেকে এই তথ্য বের
হয়ে এসেছে। সম্প্রতি
আমেরিকান Heart Association উচ্চ রক্তচাপ-সংক্রান্ত গবেষণা সম্মেলনে এই
নিবন্ধ পাঠ করা হয়। এতে
বলা হয়, শৈশবে ওজন
সমস্যা পরবর্তী সময়ে High blood pressure এর জন্য একটি বড় ঝুঁকি। একদল
শিশু-কিশোরকে পূর্ণ বয়স পর্যন্ত
পর্যবেক্ষণ করে দেখা গেছে,
পরবর্তী সময়ে তাদের High
blood pressure রোগীতে পরিণত
হওয়ার হার স্থূল শিশুদের
বেলায় 26 শতাংশ, ওজনাধিক্য
শিশুদের বেলায় 14 শতাংশ
ও স্বাভাবিক ওজনের শিশুদের বেলায়
মাত্র 6 শতাংশ।
এই গবেষণার ফলাফলকে শিশু-কিশোরদের জীবনাচরণ
পরিবর্তন ও ওজন নিয়ন্ত্রণের
নতুন তাগিদ হিসেবে দেখছেন
চিকিৎসকেরা।
সূত্র:
A.H.A
শিশুদের উচ্চ রক্তচাপের ঝুঁকি
4/
5
Oleh
Balaram