Thursday, May 5, 2016

মুখ সারাদিন তেলতেলে হয়ে থাকে এর সমাধান দেখে নিন

BD Health Tips
BD Health Tips


মুখ সারাদিন তেলতেলে হয়ে থাকা নারী-পুরুষ অনেকের জন্যই একটি Embarrassing serious problem. তৈলাক্ত ত্বক দেখতে তো খারাপ লাগেই, আপনাকে দেখায় অনেক কালো, রোদে পোড়া দাগ বেশী বোঝা যায় and প্রচুর ব্রন ওঠে সব মিলিয়ে সকলের সামনে সৌন্দর্যের অবস্থা শোচনীয় দামী ফেসওয়াশও কমাতে পারছে না ত্বকের তেলতেলে ভাব? তাহলে দিনের শুরুতে করুন 2 মিনিটের একটি ছোট্ট কাজ আর সারাদিন দেখুন ম্যাজিক একটুও তেলতেলে হবে না আপনার ত্বক, ব্রনও থাকবে দূরে যা লাগবে উষ্ণ পানি ফেসওয়াশ লবণ কী করবেন? -দিনের শুরুতেই মুখ ভালো করে পরিষ্কার করে নিন রাতে যদি ডিপ clean করে থাকেন ত্বক, তাহলে সকালে পরিষ্কার করুন সাধারণ FeshWash দিয়ে
  • মুখে উষ্ণ পানির ঝাপটা দিন তারপর Fearwash লাগান ম্যাসাজ করে ধুয়ে তারপর সাধারণ পানি দিয়ে ধুয়ে নিন মুখে যেন সাবান লেগে না থাকে
  •  এবার 9 মগ হালকা উষ্ণ পানির  সাথে 9 চামচ লবণ and লেবুর রস মিশিয়ে নিন
  • এই পানি দিয়ে মুখে ধুয়ে ফেলুন ভালো করে পানির ঝাপটা দিয়ে
  • চোখ বন্ধ রাখবেন, নাহলে চোখ জ্বলতে পারে
  • লবণ পানি দিয়ে মুখ ধুয়ে মুখ ভালো করে মুছে নিন যদি চিটচিটে ভাব বেশী মনে হয়, or অস্বস্তি লাগে, তাহলে মিনিট দশেক পর ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে মুছে নিন
  • মনে রাখবেন , তৈলাক্ত ত্বকের জন্য সাধারণ পানির বদলে ফিল্টার করা পানি or ফুটানো পানি ব্যবহার করাই ভালো টিপস
  • তৈলাক্ত ত্বকে খুব বেশী প্রসাধনী ব্যবহার না করাই ভালো, এতে ব্রণের সমস্যা বাড়ে
  • ওয়েট টিস্যু ব্যবহার করবেন না তৈলাক্ত ত্বকে, এতে ত্বকের ক্ষতি হয়
  • তৈলাক্ত ত্বকে স্ক্রাবার ব্যবহার করবেন না
  • দিনের যে কোন সময় ত্বক তৈলাক্ত মনে হয়ে টিস্যু or রুমাল পানিতে ভিজিয়ে সেটা দিয়ে মুখে মুছে নিন সুযোগ পেলে বরং ঘষে নিন ত্বকের বাড়তি তেল নিয়ন্ত্রণে থাকবে পরামর্শ দিয়েছেননিপি (বিউটিশিয়ান) লী বিউটি পার্লার অরচারড পয়েন্ট, ধানমণ্ডি 7 লেখাটি পছন্দ হইলে শেয়ার করতে ভুলবেন না

Related Posts

মুখ সারাদিন তেলতেলে হয়ে থাকে এর সমাধান দেখে নিন
4/ 5
Oleh

Subscribe via email

Like the post above? Please subscribe to the latest posts directly via email.