Health24 |
ঋতু পরিবর্তন হলেই বেশিরভাগ মানুষেরই
সর্দি-কাশির problem হয়। বিশেষ
করে যাদের রয়েছে ঠাণ্ডা
অ্যালার্জির problem, তারা বিপদে পড়েন
সবচেয়ে বেশি। সর্দির
কারণে নানা ধরনের problem
হতে পারে। এই
সময় অনেকে জ্বরে ভোগে
থাকেন। এছাড়া
ঠান্ডজনিত নানা অসুখ তো
রয়েছেই। যেমন-
মাথাব্যথা, বুকে ব্যথা, বুকে
কফ জমে যাওয়া, কাশি,
শ্বাসকষ্ট ইত্যাদি। এসব এখন নিত্ত নৈমত্তিক
ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
এসব problem হলে ওষুধপত্র আর
কতই খাবেন তার চেয়ে
নিতে পারেন কিছু ঘরোয়া
চিকিৎসা। এসব
ঘরোয়া উপায়ে খুব সহজেই
আপনি এসব problem থেকে
মুক্তি পেতে পারেন।
জেনে নিন, এখনই সেইসব
উপায়। সরিষার
তেল সর্দি-কাশিতে খুবই
উপকারী। একটি
স্টিলের পাত্রে 2-3 টেবিল
চামচ সরিষার তেল নিন। কয়েক কোয়া রসুন থেঁতো
করে তেলে মধ্যে দিন। এবার তেল গরম করুন। তেল
ফুটে উঠলে নামিয়ে ফেলুন। এই তেল গরমঅবস্থায় গলায়,
বুকে and পিঠে মালিশ
করুন।
এতে কাশি, বুকের কফ,
শ্বাসকষ্ট ইত্যাদি দ্রুত উপশম হবে। মাথাব্যথা
সারাতে এই তেল মাথার
তালুতে ঘষে ঘষে লাগান। ঠান্ডার
problem কাটাতে এই তেল
খেতেও পারেন।
সর্দি-কাশির সমস্যা দূর করুন ঘরোয়া উপায়ে
4/
5
Oleh
Balaram