Friday, May 6, 2016

5টি সহজ উপায়ে ভোরে ঘুম থেকে উঠুন

BD Health Tips
BD Health Tips
রাতজাগা মানুষের সংখ্যা দিনে দিনে বাড়ছে অফিসের কাজ, ইন্টারনেট ব্রাউজিং etc.. নিয়ে রাত প্রায় শেষ করে ঘুমাতে যান অনেকেই তারা সকালের কিছুতেই ঘুম থেকে উঠতে পারেন না সময়মতো অফিস ধরতে পারেন না আপনার জন্য রয়েছে কয়েকটি টিপস দেখে নিন, একটু কষ্ট করে মেনে চললেই আরলি রাইজার হয়ে যাবেন
  • কখন উঠতে চান আগে সেটা ঠিক করুন আপনি হয়তো সকাল 7টায় উঠতে চান কিন্তু রাতে ভাবলেন সাড়ে ৬টায় উঠলে ভালো হয় এমন ভাবনাই ভুল যখন উঠতে চান, সেটাই চিন্তা করে রাখুন অবচেতন মন কোনোভাবে দ্বিধায় থাকলে আপনার ঘুমে  ব্যাঘাত ঘটবে দেখবেন হয়তো 6টায় ওঠার জায়গায় আপনার 4টায় ঘুম ভেঙে গেল তখন আবার ঘুমোলেন, আর উঠলেন অনেক পরে
  • পরদিন সকালে তাড়াতাড়ি উঠতে হবে বলে ঘুমোতে যাওয়ার আগে মনের ওপর অতিরিক্ত চাপ দেবেন না বারবার যদি ভাবেন কাল সকালে তাড়াতাড়ি উঠতে হবে, কাল সকালে তাড়াতাড়ি উঠতে হবে তাহলে ঘুমে ব্যাঘাত ঘটবে ঘুমোতে দেরি হবে, আর পরদিন তাড়াতাড়ি ওঠার সব পরিকল্পনা ভেস্তে যাবে
  • সকালে যেন ঘরে সূর্যের আলো বা রোদ এসে পড়ে সম্ভব হলে সেই ব্যবস্থা করুন ঘর যত অন্ধকার রাখবেন, ঘুম থেকে উঠতে তত দেরি হবে

  • প্রতিদিন ঘুম থেকে ওঠার একটা নির্দিষ্ট রুটিন make করুন যাদের শিফিটিং ডিউটি অর্থাৎ আজ সকাল, কাল দুপুর, পরশু রাত, এমন ধরনের ডিউটি থাকলে চেষ্টা করুন প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে ঘুম থেকে উঠতে আজ কাজ আছে বলে তাড়াতাড়ি উঠব, কাল নেই বলে এখটু বেশি ঘুমিয়ে নিই এই নিয়ম তৈরি না করাই ভাল


  • অ্যালার্ম ক্লক বা ফোনের অ্যার্লাম টোন But ঘুম থেকে সঠিক সময়ে ওঠার একটা বড় অস্ত্র ধরুন অ্যালার্ম টোনটা খুব চড়া আর তীব্র শুনেই আপনার খারাপ লাগছে এমন অ্যালার্মে আপনার ঘুম ভাঙবে ঠিকই কিন্তু একটু নড়াচড়া করে আবার ঘুমিয়ে পড়বেন

Related Posts

5টি সহজ উপায়ে ভোরে ঘুম থেকে উঠুন
4/ 5
Oleh

Subscribe via email

Like the post above? Please subscribe to the latest posts directly via email.