Thursday, May 5, 2016

ওজন বৃদ্ধি করতে চান ? এজন্য ৭টি কার্যকরী টিপস অনুসরন করুন ।

অনেকেই আছেন যারা নিজের ওজন স্বল্পতা নিয়ে problem ভুগছেন অনেক চেষ্টার পরেও কোন ভাবেই নিজের ওজন বাড়াতে পারছেন না অনেকেই বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের Counsel এটা-ওটা খেয়েও কোনো লাভ হচ্ছে না হাজার চেষ্টার পরেও ওজন যা ছিলো তাই আছে

BD Health Tips
BD Health Tips

আসুন জেনে নেয়া যাক ওজন বৃদ্ধি করার কিছু কার্যকরী উপায় সম্পর্কে:

  1. যারা Lack of weight ভুগছেন তারা সারাদিনই অল্প অল্প করে খেতে থাকুন দিনে কমপক্ষে তিনবার পেট ভরে খান এবং সারাদিনই কিছুক্ষন পর পর এটা ওটা খেতে থাকুন
  2. weight বাড়াতে চাইলে প্রচুর পরিমাণে প্রোটিন জাতীয় খাবার খাওয়া উচিত প্রতিদিন দুইটা করে ডিম খান সকালের নাস্তায় এছাড়াও সারাদিন পনির জাতীয় খাবার খেতে পারেন বেশি করে
  3. প্রচুর পরিমাণে কলা খান একটি কলায় প্রায় 100 ক্যালোরি থাকে তাই দিনে অন্তত ৩টি কলা খাওয়ার চেষ্টা করুন
  4. ভাত কিংবা অন্য কোনো খাবার খাওয়ার ঠিক পর পরই চা-কফি খাওয়ার অভ্যাস ত্যাগ করুন
  5. খাবার ঠিক মত চিবিয়ে খাওয়ার অভ্যাস করুন তাহলে খাবার ঠিক মত হজম হবে and শরীরে পুষ্টি উপাদান পৌঁছাবে ঠিক মত
  6. প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটার অভ্যাস করুন
  7. প্রচুর পানি পান করুন দিনে কমপক্ষে 8 গ্লাস পানি খাবেন

Related Posts

ওজন বৃদ্ধি করতে চান ? এজন্য ৭টি কার্যকরী টিপস অনুসরন করুন ।
4/ 5
Oleh

Subscribe via email

Like the post above? Please subscribe to the latest posts directly via email.