Thursday, May 5, 2016

প্রতিদিন 1টি টমেটো যেভাবে সুস্থ রাখবে আপনাকে

BD Health Tips
BD Health Tips

প্রতিদিন 1টি টমেটো যেভাবে সুস্থ রাখবে আপনাকে:

টমেটোর স্যুপ কিংবা টমেটো ফ্লেভারের চিপসের ভক্ত আমরা সবাই কিন্তু একটি টমেটো খেতে বলা হলে মুখ কুঁচকে না করেন অনেকেই আবার অনেকে রান্নায় টমেটো খেতে পছন্দ করেন আবার স্বাস্থ্য সচেতন অনেকেই আছেন যারা টমেটো পছন্দ করেন না কাঁচা বা সালাদ খেতে গেলে টমেটোর সাথে খানিকটা লবন and অন্যান্য অনেক কিছু মিলিয়ে খেতেই পছন্দ করেন সকলে But এভাবে লবণ বেশী খাওয়া হয় বলে ডাক্তাররা নিষেধ করে থাকেন টমেটোর সবচাইতে ভালো উপকারিতা পাওয়া যায় যদি কাঁচা খাওয়া যায় প্রতিদিন অন্তত 1 টি কাঁচা টমেটো আপনার দেহকে অনেক শারীরিক problem থেকে রেহাই দেবেটমেটোতে রয়েছে প্রচুর পরিমানে ভিটামিন A. বাচ্চাদের ছোটবেলা থেকে প্রতিদিন 1টি কাঁচা টমেটো খাবার অভ্যাস করলে রাতকানা রোগের হাত থেকে রেহাই পাবে এছাড়া চোখের দীর্ঘ দৃষ্টি and ক্ষীণ দৃষ্টির সমস্যাও প্রতিরোধ করে টমেটোরক্ত স্বল্পতা and রক্তের সমস্যা জনিত সমস্যা সমাধানে টমেটোগবেষণায় দেখা যায় দিনে অন্তত 1 টি টমেটো খেলে তা দেহের 40% পর্যন্ত ভিটামিন C এর অভাব পূরণ করে টমেটোর ভিটামিন A, পটাশিয়াম and আয়রন রক্ত পরিশোধিত করে and টমেটোর ভিটামিনকে রক্ত স্বল্পতা দুর করে and হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে

টমেটোতে বিদ্যমানলাইকোপেনদেহের কোলেস্টোরল কমাতে সহায়তা করে and রক্ত সঞ্চালন ধমনীতে ফ্যাট জমতে বাঁধা দেয় প্রতিদিন 1 টি টমেটো হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমায় প্রায় শতকরা 60 ভাগ And ওজন কমাতেও অত্যন্ত সহায়কক্যান্সার প্রতিরোধে টমেটোটমেটোতে বিদ্যমান প্রচুর পরিমানে অ্যান্টিঅক্সিডেন্টলাইকোপেনহার্ট অ্যাটাকের সম্ভাবনা কমানোর পাশাপাশি ক্যান্সারের বিরুদ্ধে কাজ করে সপ্তাহে 5 টি টমেটো ফুসফুস, পাকস্থলী and প্রস্ট্রেট ক্যান্সারের 40% পর্যন্ত ঝুঁকি কমাতে সাহায্য করে

Related Posts

প্রতিদিন 1টি টমেটো যেভাবে সুস্থ রাখবে আপনাকে
4/ 5
Oleh

Subscribe via email

Like the post above? Please subscribe to the latest posts directly via email.