![]() |
BD Health Tips |
আমরা বিশেষ করে নারীরা
প্রতিদিন এমন কিছু অভ্যাস
গড়ে তুলেছি যেটা আমাদের
ত্বকের বিভিন্ন সমস্যা তৈরি কর
থাকে। নারীদের ত্বক এমনিতেই অনেকটা
কোমল। এ
কারণে ত্বকের ব্যাপারে সবচেয়ে
বেশি সচেতন হওয়া আমাদের
সকলেরে উচিৎ। এমন
কতগুলো নিত্যদিনের অভ্যাস জেনে নিন
যেগুলো আপনার ত্বককে প্রতিনিয়ত
করে তুলছে অসুন্দর, অমসৃণসণ
নানা সমস্যা। বাড়াচ্ছে
বলিরেখা আর অমসৃণসণ
করে
দিচ্ছে আপনার চেহারার।
ধূমপান খুব ধীরে হলেও
ত্বকের মারাত্মক সমস্যা তৈরি করে। বর্তমানে
অনেক নারীদের ধূমপান করতে দেখা
যায়। মানসিক
চাপ কমাতে or সখের
বশে তারা ধূমপান করে
থাকেন। ধূমপানের
ফলে শরীরের স্বাভাবিক রক্ত
চলাচলে বাঁধা পায়।
এছাড়া হার্টের সমস্যাসহ বিভিন্ন ক্যান্সার হওয়ার সম্ভাবনাও থাকে
প্রচুর। But
কেউ হয়ত খেয়ালও করবেন
যে এই ধূমপানের ফলে
সূক্ষ্ম কিছু ত্বকের সমস্যা
দেখা দিতে পারে।
যেমন : ত্বকে কালচে ভাব
তৈরি হওয়া। এটি
মূলত নিকোটিনযুক্ত ধোঁয়া ত্বকে লাগার
কারণে হয়ে থাকে।
ফোঁসকা পড়া, ঠোঁটে কালো
দাগ হওয়া ইত্যাদি।
ধূমপানের ফলে ত্বকে বিভিন্ন
ধরনের এ্যালার্জীও হতে পারে।
নারীরা
বাহিরে কোথাও গেলেই মেকআপ নিয়ে
থাকেন। এজন্য
বিভিন্ন ব্রাশ ব্যবহার করে
থাকেন। But
খেয়াল করে দেখুন ব্যবহার
করা বেশিরভাগ ব্রাশই অনেক অপরিষ্কার
হয়ে থাকে। ফলে
মুখের ত্বকে ফোঁসকা, ব্রণ,
ফুঁসকুঁড়ি, মেছতাসহ বিভিন্ন দাগ hoye থাকে। এছাড়া
এসব নোংরা ব্রাশ ব্যবহার
করে এ্যালার্জীও হয়ে থাকে।
নোংরা ব্রাশ ব্যবহারের অভ্যাসটি
পারলে আজই বাদ দিয়ে
দিন।
পর্যাপ্ত ঘুম
না
হওয়া
: একজন মানুষের দিনে 8 hours সময়
পর্যন্ত ঘুমানো প্রয়োজন।
ঘুম পর্যাপ্ত পরিমাণে না হলে বিভিন্ন
শারীরিক and মানসিক সমস্যা
হয়ে থাকে। চর্মরোগবিশেষজ্ঞদের
মতে পর্যাপ্ত পরিমাণে ঘুম না হলে
ত্বকে ব্রণ, এ্যালার্জীসহ বিভিন্ন
ধরনের সমস্যা দেখা দেয়।
ব্রণ খোঁচানো : ত্বকে ধূলাবালি বা
বিভিন্ন কারণে ব্রণ উঠবে
এটা স্বাভাবিক। কয়েকদিন
পরে এটি এমনিতেই ঠিক
হয়ে যাবে। কিন্তু
কারও কারও একটি বাজে
অভ্যাস রয়েছে যে মুখে
কিছু উঠলে তা নখ
দিয়ে টিপে ভেতরের নির্যাস
বের করে দেয়া।
But এতে করে ব্রণটি
হয়ত গায়েব হয়ে যাবে,
ব্রণের একটা কালচে দাগ
ত্বকে পড়ে যাবে যা
চাইলেও অপসারণ করতে পারবেন
না। এ
কারণে ব্রণ খুটানো অভ্যাসটি
একেবারেই বাদ দিয়ে দিন।
এটা বিশ্বাস হোক or না
হোক সারারাত চ্যাটিং করলে বা অযথা
আইফোন বা ল্যাপটপের সামনে
বসে থাকলে ত্বকের বিভিন্ন
সমস্যা হতে পারে।
আপনার আইফোন বা ল্যাপটপটি
ব্যাকটেরিয়া মুক্ত নাও হতে
পারে। এ
কারণে এটি থেকে মুখের
ত্বকে ইনফেকশন হতে পারে।
ব্রণ ওঠা and উজ্জ্বলতা
হ্রাস পাওয়া এ ধরনের
সমস্যা দেখা দিতে পারে। সম্প্রতি
প্রকাশিত একটি গবেষণায় এই
তথ্য প্রকাশ করা হয়েছে।
যে ছোট ছোট বাজে অভ্যাস গুলো অমসৃণসণ করে দেয় আপনার মুখের ত্বক
4/
5
Oleh
Balaram